ফটিকছড়িতে কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

18

নাজিরহাট প্রতিনিধি

শ্রমিক সংকটে উৎসাহ দিতে কৃষকদের ধান কাটা কার্যক্রমে অংশ নিচ্ছেন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপি চেয়ারম্যান। গত ৯ মে ে ইউনিযনের ২ নং ওয়ার্ডের মগকাটা গ্রামের কৃষক ইলিয়াছের পাকা ধান কাটায় যোগ দেন চেয়ারম্যন সোহরাব হোসেন সৌরভ। জানা যায়, বোরো ধান কাটার এ মৌসুমে খিরামে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটে পড়ে ইউনিয়নের হাজার হাজার কৃষক তাদের জমির পাকা ধান কাটাতে গিয়ে বিপাকে পড়েছে। বেশীরভাগ কৃষক শ্রমিকের মাধ্যমে মাত্রাতিরিক্ত মজুরী দিয়ে ধান কাটাতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় স্থানীয় কৃষকদের উৎসাহ যোগাতে জমিতে নেমে ধান কেটে দিচ্ছেন চেয়ারম্যন নিজে। এ বিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, এ বছর হঠাৎ করে কৃষিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ক্ষেত্র বিশেষে শ্রমিক পাওয়া গেলেও দৈনিক মজুরী ১২/১৩ শ টাকা গুণতে হচ্ছে। এত বেশী মজুরী দিয়ে কাজ করাতে গেলে কৃষকের পোষাবে না। চিন্তা করে দেখলাম এই অবস্থা থেকে পরিত্রান পেতে হলে নিজেদের কাজ নিজেরা করতে হবে। “নিজের কাজে লজ্জা নেই” এমন ¯েøাগান সামনে এনে কৃষকদের উৎসাহ দিতে কাস্তি নিয়ে নেমে গেলাম। তিনি আরো বলেন ইউনিয়নে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।