ফটিকছড়িতে আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ওরশ

3

 

অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (র.) এর দু’দিনব্যাপী ২৭ তম বার্ষিক ওরশ গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি তেলপারই সৈয়দ বাড়ির দরবার শরীফে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিবসের কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে বুখারিসহ বিভিন্ন খতম, হুজুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মুজিআ)। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী (মু.জি.আ)। মাহফিলে সভাপতির বক্তব্যে পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা বলেন, ইসলামকে নানাভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন লেখক ও গবেষক আল্লামা এম.এ মান্নান। মাওলানা আলী শাহ্ নেছারীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ্জাদা সৈয়দ মুহাম্মদ তাওছীফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ ওহাব, আবু আহমদ সওদাগর, মাস্টার আবুল বশর। মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, ওবাইদুল মোস্তফা কদমরসূলী, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, এস.এম জাহাঙ্গীর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আবেদী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আলকাদেরী, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, মুহাম্মদ এ.কে.এম বখতিয়ার, মুহাম্মদ শাহ্ জালাল, মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ জহির উদ্দিন বাবর, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ নুরুল আবছার প্রমুখ।