ফটিকছড়িতে অর্থ দন্ড

15

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নারায়ণহাট বাজারে অভিযান চালিয়ে নকল নিম্নমানের সালফার বিক্রয়ের দায়ে মিনহাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ২০হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ ই মার্চ বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি বলেন, অভিযোগ পেয়ে নারায়ণহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় সিনজেন্টা কোম্পানির থিয়োভিট নামক সালফারের প্যাকেটে নকল/ নিম্নমানের সালফার বিক্রির বিষয়টার সত্যতা পায়। অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এবং আসামি দোষ স্বীকার করায় কীটনাশক অধ্যাদেশ, ১৯৭১ এর ২২ ধারা অনুযায়ী আসামি দক্ষিণ জুজখোলার আজিজুল হকের পুত্র মিনহাজ উদ্দিনকে বিশ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।