ফটিকছড়িতে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই

22

ফটিকছড়িতে অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারটার দিকে গ্রামের হাঁচি তালুকদার বাড়ির দেলোয়ার হোসেনের ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। মুহুতেই দেলোয়ার হোসেন, পাশে থাকা ইসমাইল হোসেন ও জহুরুল ইসলামের পাকা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সিএনজি অটোরিক্সার চালক দেলোয়ার হোসেন জানান, কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রোধ-বৃষ্টির এই দিনে এখন আমি খোলা আকাশের নীচে বসবাস করছি। সব হারিয়ে আমি এখন নি:স্ব। লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী জানান, তিনটি পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সম্ভব সব সহযোগীতা করা হচ্ছে। ফটিকছড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) পুলক কান্তি সরকার জানান, আমরা অকূস্থলে পৌঁছার আগেই বসতঘরগুলো পুড়ে যায়। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।