ফটিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

8

চেয়ারম্যান আবু তৈয়ব : ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ২০ জানুয়ারি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ ৫ হাজার টাকা, কম্বল, টিনসহ প্রায় লক্ষ টাকার সরঞ্জাম প্রদান করেছে ফটিকছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
তিনি গত ২১ জানুয়ারি বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এসে এসব অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা কমিশনার (ভ‚মি) মো.আলমগীর হোসেন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন,সাংবাদিক মোর্শেদ মুন্না, মো.বশিরসহ ক্ষতিগ্রস্থ পরিবারের ব্যক্তিবর্গসহ আরো অনেকেই।-নাজিরহাট প্রতিনিধি

সরওয়ার আলমগীর : ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ২০ জানুয়ারি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের পাশে সহযোগিতা নিয়ে দাড়িয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর। তিনি ২১ জানুয়ারী সকাল ১১টার দিকে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো দেখতে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক, নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন, মো. মহিউদ্দিন, শেখ মো. সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দীন মেসিসহ আরে অনেকই।