ফজল শাহাবুদ্দীন

3

ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের একজন খ্যাতিমান আধুনিক কবি।তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তার কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
তিনি ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এবং তার কবিতার বিস্তৃতি ষাটের দশকের মাঝামাঝি থেকে মৃত্যু পর্যন্ত পরবর্তী ৪ দশক। তিনি সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এছাড়া তিনি আরও কাজ করেছেন সচিত্র সন্ধানী এবং দৈনিক বাংলা পত্রিকায়। ৭৮তম জন্মদিনের ৫ দিনে পরে ২০১৪ সালে কবি শাহাবুদ্দীন মৃত্যুবরণ করেন। ফজল শাহাবুদ্দীন সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে কাজ করেন দীর্ঘদিন। এরপর পুরানা পল্টনে হারুন এন্টারপ্রাইজ নামের ডায়রি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক হিসাবে কাজ করতেন। হারুন এন্টারপ্রাইজটির অফিস ছিল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আড্ডা। ১৯৯২ সালে দৈনিক জনকন্ঠ প্রকাশের প্রাক্কালে তিনি এর সাহিত্যপাতা ও অলংকরণে প্রথম দিকে যুক্ত হন। ফজল শাহাবুদ্দীন এখান থেকে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ এর বন্ধু হিসাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে একটি আন্তর্জাতিক কবিতা কেন্দ্র করার চেষ্টা করেন এবং কয়েকবার আন্তর্জাতিক কবিতা সম্মেলন করেন। তিনি বাংলাদেশে বসন্তকালীন কবিতা উৎসবের আয়োজক, যার ধারা বর্তমানেও অব্যাহত। কবি মৃত্যুর পূর্ব পর্যন্ত হারুন এন্টারপ্রাইজে বসতেন এবং নিয়মিত আড্ডা ও সাহিত্যভাবনার মধ্যেই তার সময় কাটাতেন। সাবেক সামরিক শাসক এরশাদ এর সঙ্গে বন্ধুত্বের সুবাদে তিনি তার সহায়তা নিয়ে একটি কবিতাকেন্দ্র নামে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ারও স্বপ্ন দেখতেন।
ফজল শাহাবুদ্দীনের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে :
* তৃষ্ণার অগ্নিতে একা * অকাক্সিক্ষত অসুন্দর * আততায়ী সূর্যাস্ত * অন্তরীক্ষে অরণ্য * সান্নিধ্যের আর্তনাদ * আলোহীন অন্ধকারহীন * সনেটগুচ্ছ * অবনিশ্বর দরোজায় * আমার নির্বাচিত কবিতা * হে নীল সমুদ্র হে বৃক্ষ সবুজ * লংফেলোর নির্বাচিত কবিতা * দিকচিহ্নহীন * ছিন্নভিন্ন কয়েকজন * জখন জখম নাগমা * ঝবষবপঃবফ চড়বসং * ঝড়ষরঃঁফব * ঞড়ধিৎফং ঃযব ঊধৎঃয * বাতাসের কাছে * ছায়া ক্রমাগত * নিসর্গের সংলাপ * পৃথিবী আমার পৃথিবী * ক্রন্দনধ্বনি * ক্রমাগত হাহাকার।
গুণী এই ব্যাক্তি ৯ ফেব্রæয়ারি ২০১৪ইং মৃতু বরণ করেন। সূত্র : উইকিপিডিয়া