পয়লা বৈশাখ

130

পয়লা বৈশাখ বাঙালিদের
ঐতিহাসিক কৃষ্টি
সব খানেতে কালবৈশাখী
দমকা হাওয়া বৃষ্টি।

বৈশাখ মানে সকাল বেলা
পান্ত ইলিশ খাওয়া
বটতলাতে সকাল সন্ধ্যা
বাংলা গান গাওয়া।

সবুজ মাঠে আউশ ধানের-
চাষ করেছে চাষি
ঢাক ডুমাডুম তবলা বাজে
সবার মুখে হাসি।