‘প্রয়োজনে দিল্লি লকডাউন করা হবে’

51

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজন পড়লে ভারতের রাজধানী দিল্লি লকডাউন করে দেওয়া হতে পারে। ২১ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়েছেন। স¤প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫জন।
শনিবার দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আপনাদের জীবন বাঁচাতে প্রয়োজন পড়লে আমরা দিল্লি লকডাউন করে দেবো।