প্রয়োজনে ইরান যাবো মানুষের সঙ্গে কথা বলবো : পম্পেও

34

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই প্রয়োজনে ইরান যাবেন তিনি। বৃহস্পতিবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে পম্পেওর কাছে জানতে চাওয়া হয় তেহরান যেতে তিনি আগ্রহী কিনা। জবাবে তিনি বলেন, অবশ্যই। যদি এটা করাই লাগে তাহলে আনন্দের সঙ্গেই সেখানে যাবো।
ইরানি জনগণের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগকে স্বাগত জানাবো। ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা প্রকাশ্যে আলোচনা সম্ভব বলে দাবি করছেন। কিন্তু বুধবার সংলাপের সম্ভাবনা কমে যায়। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ওই দিন বলেন, তেহরান কোনও অবস্থাতেই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসবে না।