প্রয়াসের শীতবস্ত্র বিতরণ

54

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে গত শুক্রবার সকালে নগরের ২নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যান প্রাঙ্গনে ১০০০ (এক হাজার) কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের প্যানেল মেয়র এবং প্রয়াসের শুভাকাক্সক্ষী চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
“শীতার্ত মানুষের পাশে প্রয়াস” এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করেন শেভরন বাংলাদেশের অর্থ পরিচালক এবং লায়ন্স জেলার ভাইস গভর্নর লায়ন ডা.সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কাউন্সিলের সভাপতি লায়ন এ.এম কামাল উদ্দিন চৌধুরী, প্রয়াসের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির, মাল্টি প্রজেক্ট ডেভলাপমেন্ট প্রা.লি. এর চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হক, মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী,শীতবস্ত্র বিতরণ কমিটি ২০১৯ এর চেয়ারম্যান ডা. এম.জাকিরুল ইসলাম, সালামত জাহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো.মোহছেন আলী মহসীন, সিনিয়র এডভোকেট অমল কুমার চক্রবর্তী, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, হেফাজ উদ্দীন আহম্মেদ, ব্যাংকার মো. ফজলুল বারী চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসাইন বাপপী, আলমগীর মো.ফারুক, সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জনি, সহ-সাধারন সম্পাদক সুভাষ সরকার, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো.ইসমাইল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মাবুদ সুমন, অর্থ সম্পাদক ওমর ফারুক আসিফ, সমাজ কল্যান সম্পাদক রবিউল আলম শাহিন, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, কার্যকরী সদস্য আবু সাহাদাত মো. সায়েম, সৈয়দ মাহমুদুল হাসান, এম.এস.মজুমদার, এ কে এম মহিউদ্দীন আহমেদ চৌধুরী, শাহ মো.ইমরান চৌধুরী, মো.রুকুনূর জামান তাসীন, ওয়াজিহা রুহানা, মীর তাফহিম কাদের, হাসান ইহলান চৌধুরী এবং অফিস সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। খবর বিজ্ঞপ্তির