প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক আতাউল হাকিমের জানাজা

91

চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সাবেক সভাপতি, দৈনিক আজাদীর সহ-সম্পাদক, দৈনিক পূর্বকোণের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক, প্রবীণ সাংবাদিক, লেখক মরহুম আতাউল হাকিমের নামাজে জানাজা বুধবার বেলা এগারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে রায়হানুল হক চৌধুরী।
জানাজায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি মনজুর কাদের মনজু, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য মো. শামসুল ইসলাম, স ম ইব্রাহীম, মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক হাউজিং সোসইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গিয়াসউদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, চিত্রশিল্পী মউদুদুল আলম, সহ সাংবাদিক ও শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।
জানাজা পরিচালনা করেন হযরত শাহ আনিস জামে মসজিদের খতিব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন। জানাজা শেষে মরহুমের প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, সিটি মেয়র আজম নাছির উদ্দিনের পক্ষে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৯টায় ২নং গেইট মসজিদ গলিতে প্রথম জানাজা এবং বাদে আছর রাউজানের সুলতানপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি