প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

8

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নগরীর স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের দু’দিনব্যাপী (২৭ ও ২৮ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ বন্দর স্টেডিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. মোহাম্মদ ইমাম হাসান রেজার সভাপতিত্বে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণই মুখ্য। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উন্মেষ ঘটে। শিক্ষার্থীরা গড়ে ওঠে অসাধারণ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নাগরিক হয়ে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর আলহাজ¦ একেএম আকতার হোসাইন। দু’দিনব্যাপী অনুষ্ঠানে চারটি হাউসের অধীনে সিনিয়র ও মিডল স্কুলের প্রায় সহ¯্রাধিক প্রতিযোগী মোট ৭৬টি এবং জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা মোট ৪২ ইভেন্টে অংশগ্রহণ করে। সিনিয়র ও মিডল স্কুল বালকদের মধ্যে ‘হক’ হাউসের নাহিদ আহমেদ (দশম শ্রেণি) এবং বালিকাদের মধ্যে ‘ঈগল’ হাউসের তাসনিম তাবাসসুম মাহি (নবম শ্রেণি) চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘হক’ হাউস স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোঃ গোলজার আলম আলমগীর, স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।