প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গনের বিজয় উৎসব ‘মুক্তি’ অনুষ্ঠিত

32

বিজয় দিবস উপলক্ষে প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গনের বিজয় উৎসব ‘মুক্তি’ গত ২২ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী’র মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপসচিব ইয়াছমিন পারভীন তীবরীজি, উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক অহিদ সিরাজ স্বপন, বাংলাদেশ কোস্ট গার্ডের এক্সিউটিভ অফিসার লে. কমান্ডার হাসানুজ্জামান খান, বাংলাদেশ কাস্টমস অ্যান্ড বন্ডের অতিরিক্ত কমিশনার শফি জামান, ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালাল উদ্দীন সাগর, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল’র প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. শাহীন সুলতানা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি রোটা. আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল-প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গনের দলীয় নৃত্য, একক ও দলীয় সঙ্গীত, শাওন পান্থ ও শাহীন সুলতানার আবৃত্তি, সুবর্ণা রহমান’র একক সংগীত, মায়াবী ড্যান্স একাডেমী, মুকুল সঙ্গীত নিকেতন, নৃত্যরঙ একাডেমী ও প্রিজম ড্যান্সার একাডেমী’র নৃত্য পরিবেশনা। বিজ্ঞপ্তি