প্রীতিলতার আদর্শ চিরঞ্জীব

15

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাষ্টার দা সুর্যসেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৭তম আত্নহুতি দিবস স্মরণে প্রীতিলতার পাহাড়তলীস্থ ভাস্কর্যে এক ফুলেল শ্রদ্ধা নিবেদন গত ২৫ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এম.এ.সালামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী মোঃ মহিউদ্দীন, মোঃ সাজু, আবু বক্কর, নিয়াজ মোহাম্মদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাকিব, মোঃ রায়হান, মোঃ সাইমন, রাসেদুল ইসলাম, মোঃ আরমান, মোঃ সাইফুল প্রমুখ। সভায় সভাপতি তার বক্তব্য বলেন নতুন প্রজন্মের মাঝে প্রীতিলতার দেশপ্রেমের ইতিহাস পৌঁছে দিতে হবে। বীরকন্যা প্রীতিলতা সেদিন নিজের জীবন উৎসর্গ করেছে দেশমাতৃকার। বীরকন্যা প্রীতিলতার এই আত্মত্যাগ বাঙালীর ইতিহাসে চিরসমুজ্জ্বল হয়ে থাকবে। তিনি বলেন বীরকন্যা প্রীতিলতাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। তিনি এই মহিয়সী ও ত্যাগী নারীকে আরো স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামে বীরকন্যা প্রীতিলতার নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য সরকারের নিকট আহবান জানান। বিজ্ঞপ্তি