প্রীতিকনা বড়ুয়ার কর্ম সমাজ বিবর্তনে দৃষ্টান্ত হয়ে থাকবে

34

ড. বিকিরণ ও অধ্যক্ষ প্রীতিকনা ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ সমাজের প্রথম ও অগ্রণী নারী প্রতিকৃত অধ্যক্ষ প্রীতিকনা বড়ুয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ প্রীতিকনা বড়ুয়া ও এতদঞ্চলের নারী শিক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা ২৩ এপ্রিল বিকেল ৪টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু এবং সজল চৌধুরী। বিশেষ অতিথি ও আলোচকবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজল আহামদ, সংগঠক হাবিবুর রহমান, সাংবাদিক আবছার উদ্দিন অলি, এম.এইচ.ডি রাজু, কাঞ্চন দে, মোশারফ হোসেন খান রুনু, রাজনীতিক আব্দুল গফুর, সজল দাশ, ধনঞ্জয় কুমার শর্ম্মা, আল হাসনাত মাসুম শিহাব, আইটি এক্সপার্ট মোহাম্মদ ইসমাইল। সাবিকুন্নাহার শিউলী’র সঞ্চালনায় আলোচনায় বক্তারা বলেন- শত প্রতিক‚লতার মাঝেও এক বর্ণিল ও সফল জীবনের নারী সত্ত্বার আলোক বর্তিকা হয়ে আছেন অধ্যক্ষ প্রীতিকনা বড়ুয়া। বিজ্ঞপ্তি