প্রিয়াঙ্কার প্রতি বার্তা রাহুলের তোমার সাহস ওদের ভয়ের কারণ

8

 

লখিমপুরের খিরিতে কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সীতাপুর থেকে আটক করা হয়। এ ঘটনায় বোনের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। যোগী সরকারকে নিশানা করে বোনের প্রতি রাহুলের বার্তা, ‘তোমার সাহস ওদের ভয়ের কারণ।’ টুইটারে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, আমি জানি তুমি এই লড়াই থেকে পিছিয়ে আসবে না। ওরা তোমার সাহসকে ভয় পায়। ন্যায়বিচারের জন্য এই লড়াইয়ে আমরাও আছি। আমরা একসঙ্গে দেশের কৃষকদের জয়ী করবো।’ রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয় কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি দুই কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে চার কৃষকসহ মোট আট জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধী।