প্রিয়ব্রত বড়ুয়ার স্মরণসভা

27

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২ ব্যাচ চট্টগ্রামের নির্বাহী সদস্য প্রয়াত প্রিয়ব্রত বড়–য়ার স্মরণ সভা গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নগরীর ১ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয়। সংগঠনের আহব্বায়ক জসীম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চবির ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বকুল চন্দ্র চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন চবি ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও সংগঠনের সদস্য অ্যাডভোকেট এনামুল হক। সংগঠনের সদস্য সচিব সুরজিৎ বড়ুয়ার উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক শামীম আল জুবায়ের, জাকির হোছাইন, অ্যাডভোকেট মো. রফিক, সুলতান মিয়া, দিপঙ্কর চৌধুরী কাজল প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত প্রিয়ব্রত বড়ুয়া ছিলেন শিক্ষানুরাগী, সহজ-সরল, কর্ম উদ্যোগী, দক্ষ ও সাহসী সংগঠক। আধার মানিক রামমোহন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বড়ির সভাপতি হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাচের সকল কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। বিজ্ঞপ্তি