প্রিমিয়ার ভার্সিটির সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

6

প্রিমিয়ার ইউনিভার্সিটির ১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত সভার শুরুতে সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকুন্ঠ ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. অনুপম সেনকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য, ব্যারিস্টার বিপ্লব বড়–য়াকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক ও রেমন্ড আরেংকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে পুননির্বাচিত করার জন্য। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিন্ডিকেট সদস্য হিসেবে সভার সঙ্গে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সরোজ কুমার নাথ। সভায় সিন্ডিকেট-সদস্যদের মধ্য থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির, সদস্য সচিব রেজিস্ট্রার খুরশিদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন ও বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অবহিত করা হয়। ১১ ডিসেম্বর অনুুষ্ঠিত শৃংখলা কমিটির সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। এছাড়া একাডেমিক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি