প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়ে কর্মশালা

8

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির উদ্যোগে ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় ইউনিভার্সিটির শিক্ষকদের নিয়ে ‘স্টুডেন্ট’স কোড অব কন্ডাক্ট এন্ড কন্ডাক্টিং অ্যাওয়ার্নেস সেশন’ শীর্ষক এক কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন এবং কর্মশালা পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর জনাব আহমদ রাজীব চৌধুরী। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট’স কোড অব কন্ডাক্ট’ অনুসারে শিক্ষকবৃন্দ কিভাবে শিক্ষার্থীদের সুচারু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন, কিভাবে ইউনিভার্সিটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিকভাবে গড়ে তুলবেন, সে-ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ‘স্টুডেন্ট’স কোড অব কন্ডাক্ট’-এর ‘ব্যাচ এডভাইজারদের ভূমিকা’, ‘ইভটিজিং প্রতিরোধে নির্দেশনা’, ‘মাদকবিরোধী সচেতনতা’, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা’, ‘র‌্যাগিংবিরোধী সচেতনতা, সিনিয়র জুনিয়র সম্পর্ক এবং ক্যাম্পাসের পরিবেশ’, ‘শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নির্দেশনা’ প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। কর্মশালায় আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি