প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রদর্শনী

16

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসা-প্রশাসন বিভাগের ১ম সেমিস্টারের (৪৪তম ব্যাচ) প্রিন্সিপালস্ অব অ্যাকাউন্টিং কোর্সের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সকাল ১০টায় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের কো-অর্ডিনেটর প্রফেসর একেএম তফজল হক, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর আফসানা ইয়াসমিন, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর স্টিভ অস্কার ডি রোজারিও, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সুজন কান্তি বিশ্বাস ও মার্কেটিং ডিসিপ্লিনের শিক্ষক জুলিয়া পারভিন। প্রদর্শনীর সার্বিক তত্ত¡াবধানে ছিলেন অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের প্রভাষক সুমনা পোদ্দার। প্রদর্শনীতে ‘কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অব অ্যাকাউন্টিং’, ‘ব্রাঞ্চেস অব অ্যাকাউন্টিং’ এবং ‘ইউজার্স অব অ্যাকাউন্টিং’ ইত্যাদি বিষয়বস্তু প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের কো-অর্ডিনেটর প্রফেসর একেএম তফজল হককে প্রদর্শিত বিষয়বস্তুগুলোর বিবরণ তুলে ধরেন। এসময় প্রফেসর একেএম তফজল হক বলেন, শিক্ষার্থীরা তাদের ক্লাসে অর্জিত জ্ঞানের আলোকে প্রদর্শিত বিষয়বস্তুগুলো নির্ধারণ করেছে। এটা আনন্দের। এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ম সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে তাদের প্রজেক্টের আয়োজন তারা সফলভাবে করতে পেরেছে বলে আমি মনে করি। এ ধরনের প্রদর্শনী আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ভাÐার আরও সমৃদ্ধ করবে। ফলে তারা তত্ত¡ এবং তত্তি¡য় জ্ঞানে আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতেও এরকম আরও প্রদর্শনী আমরা আশা করছি। বিজ্ঞপ্তি