প্রিমিয়ার ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভা

2

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। সভায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) ও ফ্যাকাল্টি কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির (এফকিউএসি) সার্বিক কার্যক্রম পরিচালনা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেক বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি গঠন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী দশ বছরের জন্য একাডেমিক পরিকল্পনা তৈরি করার ব্যাপারে ডিপার্টমেন্টগুলোকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন প্রক্রিয়ার আনুষঙ্গিক কার্যক্রম সহসা শুরুর করার ব্যাপারেও আলোচনা করা হয়। সভায় কিউএসির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায়, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর এম মঈনুল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং সদস্য-সচিব আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি