প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগে কর্মশালা

4

 

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগের উদ্যোগে আউটকাম বেইজড কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে ইউনিভার্সিটির দামপাড়া ভবনে ‘হাউ টু রাইট কোর্স লার্নিং আউটকামস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বেলা ১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের সমন্বয়কারী প্রফেসর একেএম তফজল হক। তিনি কর্মশালাটি উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কিভাবে ব্যবসা-শিক্ষার সিলেবাসকে যুগোপযোগী করার ক্ষেত্রে আউটকাম বেইজড কারিকুলাম পদ্ধতি ভূমিকা রাখতে পারে তা ব্যাখ্যা করেন। তিনি এর প্রয়োজনীয়তা সকল শিক্ষককে উপলব্ধি করার পরামর্শ দেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালা পরিচালনা করেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মোহাম্মদ মঈনুল হক। এতে বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি