প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভা

33

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী, শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, মিসেস হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং, বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, মিসেস সাবিহা মুসা ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ভবনসমূহের রক্ষণাবেক্ষণ, নতুন ভবন নির্মাণ, পুরনো ভবনসমূহের সংস্কার ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এজন্য বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের অন্তর্ভুক্ত করে এবং বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাবনা অনুমোদিত হয়। এছাড়া গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী এবং গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অবহিত করা হয়। এই সভার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি