প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমেরিকান শিক্ষামেলা

13

 

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আমেরিকান শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বেলা ১টায় অনুষ্ঠিত মেলায় আমেরিকার ২৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ক্যানিসিয়াস ইউনিভার্সিটি, কাসকাডিয়া কলেজ, ড্রেক্সেল ইউনিভার্সিটি, এমপরিয়া স্টেট ইউনিভার্সিটি, ইনডিয়ানা ইউনিভার্সিটি-পারডু ইউনিভার্সিটি ইনডিয়ানাপলিস, দ্য শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জনস হপকিনস ইউনিভার্সিটি, লুসিয়ানা টেক ইউনিভার্সিটি, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটি, ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি, প্যাসিফিক ওকস কলেজ, সিয়াটল সেন্ট্রাল কমিউনিটি কলেজ, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক আলবেনি, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বাফালো, ট্রাইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি, ইউনিভার্সিটি অব কলরাডো এট বাউলডার, ইউনিভার্সিটি অব মিসিগান ফ্লিন্ট, ইউনিভার্সিটি অব মিসৌরি-কলম্বিয়া, ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, ইউনিভার্সিটি অব ওরেগন, ইউনিভার্সিটি অব ইউটাহ্, ইউনিভার্সিটি অব উইসকনসিন-মিলওয়াকি ও ইয়ংসটাউন স্টেট ইউনিভার্সিটি। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সম্ভাব্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও এই মেলায় অংশ নেন। উচ্চতর শিক্ষার জন্য আমেরিকার বিশ^বিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ওয়েভার ও ফান্ডিংসহ আমেরিকা সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন পলিসি জানানোর জন্য এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার স্টলগুলোতে এসব বিশ্ববিদ্যালয়ের আমেরিকান প্রতিনিধিরা আগত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, কীভাবে এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারেন এবং তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারেন। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। বিজ্ঞপ্তি