প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিজয় উৎসব’ শুরু

10

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহŸান জানান। উদ্বোধকের বক্তব্যে নাসির উদ্দীন ইউসুফ বলেন, আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক হবে। আমরা বিশ্বাস করি, তা একদিন প্রতিষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিজয় কনসার্ট। প্রসিদ্ধ নাট্যশিল্পী ও সংগীতশিল্পী শিমুল ইউসুফ বিজয় কনসার্টে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আজ বিকেল ৩টায় মাটির ময়না’, ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় ‘ভুবন মাঝি’, ২০ ডিসেম্বর বিকেল ৩টায় ‘গেরিলা’ এবং ২১ ডিসেম্বর বিকেল ৩টায় ‘বিউটি সার্কাস’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান। এছাড়া সহকারী ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি