প্রার্থীদের উৎসবমুখর প্রচার-প্রচারণা

22

রাঙামাটি প্রতিনিধি

চতুর্থ ধাপে রাঙামাটির দুই উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। সেগুলোর মধ্যে দুই ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেই। সদর উপজেলার ছয়টি এবং নানিয়ারচর উপজেলার চারটি ইউিিপতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ও ঘিলাছড়িতে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রচার-প্রচারণায় শীর্ষে নৌকা মার্কার প্রার্থীরা। আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ত্রিতোষ চাকমা, বালুখালীতে অমর কুমার চাকমা, জীবতলীতে যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, মগবানে বিনিময় চাকমা, সাপছড়িতে মোস্তাফিজুর রহমান, কুতুকছড়িতে সন্তু বিকাশ চাকমা এবং নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নে আইনজীবী দর্শন চাকমা ঝন্টু ও বুড়িঘাটে আব্দুল ওহাব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, আঞ্চলিক দলের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকির মুখে ওই দুটি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হওয়ার জন্য কেউ রাজি হননি। তাই ওই দুটি ইউপিতে চেয়ারম্যান পদে আমাদের প্রার্থী নেই। অন্য আটটিতেই আমাদের প্রার্থী আছেন। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার ধাপে জেলার দুই উপজেলার মোট ১০টি ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ছড়াছড়ি। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ ইসলামি শাসন আন্দোলনের একেএম ইস্্রাফিল হাতপাখা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন। অন্য চেয়ারম্যান প্রার্থী সবাই স্বতন্ত্র। তারা হলেন- রাঙামাটি সদরের জীবতলীতে বর্তমান চেয়ারম্যান সুদত্ত কারবারি, মগবানে অমিয় সাগর চাকমা, বর্তমান চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, সজীব চাকমা ও স্বপন দত্ত চাকমা, সাপছড়িতে নিরু কুমার চাকমা ও প্রবীণ চাকমা, বালুখালীতে অনুপম চাকমা, রনেন বিকাশ চাকমা ও সমর চাকমা, বন্দুকভাঙ্গায় অমর চাকমা, পংকজ চাকমা উদয়ন, বিনয় শংকর চাকমা ত্রিসংঘ ও রিনেল চাকমা, কুতুকছড়িতে আলোময় চাকমা, কানন চাকমা, পদ্ম কুমার চাকমা ও সোনামনি চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে বর্তমান চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মিন্টু দেওয়ান, জন্তিনা চাকমা, নানিয়ারচর সদরে বাপ্পি চাকমা, বুড়িঘাটে মিজানুর রহমান, বর্তমান চেয়ারম্যান প্রমোদ খীসা ও মো. মামুন হোসেন, সাবেক্ষং ইউনিয়নে বিনায়ক দেওয়ান, শান্তি জীবন চাকমা ও বর্তমান চেয়ারম্যান সুপন চাকমা। রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন ও নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভুপতি রঞ্জন চাকমা বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দুই উপজেলার মোট ১০টি ইউপিতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন।