প্রান্তিক জনগোষ্ঠীর উপকারভোগীদের ৫ কোটি টাকা অনুদান প্রদান

58

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কাউকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ায় হচ্ছে টেকসই উন্নয়ন তথা এসডিজি’র প্রধান লক্ষ্য। এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করায় মেয়র প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। শনিবার সকালে ইউকেএইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহযোগিতায় বাস্তবায়িত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে নারী সমাবেশে সভাপতিত্ব করেন এলআইইউপিসি’র সদস্য সচিব, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এলআইউপিসি’র প্রকল্প পরিচালক আবদুল মান্নান, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ডাচ-বাংলা ব্যাংকের আবদুল্লাহ আল মামুন, সিডিসি’র সভাপতি কোহিনুর আক্তার। এ সময় চসিক কাউন্সিলর প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল বালী, মো. মোবারক আলী, ছালেহ আহমদ চৌধুরী, আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান। সিটি মেয়র বলেন, এ প্রকল্পের আওতায় নগরীর ২৪টি ওয়ার্ডের ৪০০ সিডিসির ৫৮৮৪ জনকে ৪ কোটি ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা আর্থ-সামাজিক অনুদান দেয়া হয়েছে। এর মধ্যে কর্মমুখী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য ৮২৯ জনকে ১ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধির জন্য ১৮৮৪ জনকে ১ কোটি ৮৫ লক্ষ ২৪ হাজার টাকা এবং উপকারভোগীদের সন্তানদের শিক্ষা সহায়তার জন্য শিক্ষা উপবৃত্তি হিসাবে ৩৩৭৪ জনকে ১ কোটি ৮৩ লক্ষ ৪৭ হাজার টাকা প্রদান করা হয়। এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্মমুখী দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তি ও পরিবারের আয় বৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসা নগরের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভ‚মিকার মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেন সিটি মেয়র। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সিটি মেয়র ডাচ-বাংলা ব্যাংকের রকেট একাউন্টের মাধ্যমে অনুদান তাৎক্ষণিক প্রেরণ করেন। বিজ্ঞপ্তি