প্রাথমিক পরবর্তী শিক্ষাব্যবস্থা জাতীয়করণ দাবি বাকশিসের

10

 

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে প্রাথমিক শিক্ষা পরবর্তী সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনার ভিত্তিতে শিক্ষা জাতীয়করণ এবং আসন্ন বাজেটে খন্ডিত উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং জীবন যাত্রার সীমাহীন ব্যয় বৃদ্ধিতে শিক্ষকদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান সহ বাকশিস এর ১২ দফা অনুযায়ী সুনির্দিষ্ট বাজেট বরাদ্ধ রাখার দাবিতে সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি খোরশেদ আলম সুজন দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বাকশিস এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেছেন, জাতীয় উন্নয়নে মানবসম্পদ তৈরি করছেন জাতীয় শিক্ষার দায়িত্বপালনকারী ৯০ ভাগ শিক্ষক স্বাধীনতার ৫১ বছরে এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও ঈদে বোনাস পায় মূল বেতনের সিকি ভাগ, এখনো মাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া ও শুধু মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পায়।
অবসরের পর পেনশন নেই। চট্টগ্রাম মহানগর বাকশিসের আহবায়ক অধ্যক্ষ আ. ন. ম সরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রাম জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মহানগর কমিটির সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, জেলা কমিটির অর্থ সম্পাদক অধ্যাপক সুকুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী ও অধ্যাপক শিব প্রসাদ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ আবু তৈয়ব, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ আবুল কাশেম, উপাধ্যক্ষ হাসিনা খানম, অধ্যাপক আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি