প্রাণ-প্রকৃতির অপঘাতকারীরা সমাজ সভ্যতার শত্রু : ড. অনুপম সেন

2

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, আমরা প্রাণ প্রকৃতিকে ভালোবাসিনি বলেই করোনার মত একটি ভয়ঙ্কর অভিশাপে মানবজাতি বিপন্ন প্রায়। মানুষের বাসযোগ্য পৃথিবীর জন্য জীব বৈচিত্র্য এবং প্রকৃতিগত ভারসাম্য অপরিহার্য্য। চট্টগ্রাম নগরী ভূ-প্রাকৃতিক অবস্থান পাহাড়, নদী, সমুদ্র সমতটির সমাহার মনুষ্য জীবনকে বেঁচে-বর্তে থাকার জন্য ¯্রষ্টা যে পরিবেশ ও ঐশ্বর্য্য ঢেলে দিয়েছিল, তাকে আমরা হত্যা করতে বসেছি। সিআরবিতে প্রাকৃতিক এই ঐশ্বর্য্যকে বিপন্ন করে একটি বেসরকারি হাসপাতালের নির্মাণ অপচেষ্টা আর একটি ভয়ঙ্কর অভিশাপ হয়ে নেমে আসবে। এর বিরুদ্ধে এখন থেকেই সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বিকেলে সিআরবিতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ‘সিআরবিতে হাসপাতাল নয়, প্রাণ প্রকৃতিময় সবুজ নিসর্গের সুরক্ষা চাই’ ¯েøাগান ধারণ করে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম নগরীর শক্তিশালী ভূ-প্রাকৃতিক অবস্থান ও সৌন্দর্য্যকে হানি করার জন্য মহল বিশেষ দীর্ঘকাল ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নগরীর পাহাড় কর্তন এবং পুকুর, ডোবা-নালা ভরাট করে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতার মত একটি অভিশাপ আজ প্রকট হয়ে উঠেছে। একইভাবে চট্টগ্রামের ফুসফুস বলে পরিচিত সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের জন্য মহল বিশেষের প্রভাব ও চক্রান্ত আজ আমাদের সকলের মাথা ব্যাথা কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই সাধারণ মানুষের চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য হাসপাতাল হোক এবং এই হাসপাতাল করার জন্য চট্টগ্রাম বন্দর, রেল এমনকি সিটি কর্পোরেশনের অব্যবহৃত অনেক জায়গা আছে। সে সমস্ত জায়গায় বড় বড় হাসপাতাল হতে পারে। কিন্তু কোনভাবেই প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত ও নিবন্ধিত সিআরবিতে নয়। আশা করি আমরা প্রধানমন্ত্রীকে এই বিষয়টি অবগত করাতে পারলে তিনি কখনোই সিআরবিতে হাসপাতাল হোক চাইবেন না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মফিজুর রহমান, মো. ইউনুস। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মমতাজ খান, মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, আঞ্জুমান আরা, তসলিমা নূরজাহান রুবি, আয়েশা ইব্রাহিম, উম্মে হাবিবা গিয়াস, জেনিফার আলম, কান্তা ইসলাম মিনু। এতে আরো উপস্থিত ছিলেন আয়েশা আক্তার পান্না, নন্দিতা দাশ গুপ্তা, শিরীন আখতার শিল্পী, রোমান ওয়াসিম, লাভলী বেগম, মনোয়ারা বেগম মনি, ফেরদৌস আরা, আয়েশা আলম, এড. সীমা আকতার, সোমা চৌধুরী, শিল্পী বড়ুয়া, শেলী দে, ময়না বেগম, এড. জোবাইদা সরওয়ার চৌধুরী, মনীষা সেন, সানিয়া কবির সানি, চেমন আরা, আয়েশা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি