প্রাণের সঞ্চার হয়ে এসো

103

বহু প্রতীক্ষা করেছি আমি
চেয়েছি পথ পানে উদাস চিত্তে
কোথাও তোমার প্রতিচ্ছবি পাই নি খুঁজে
আকাশে তারাদের ভিড়ে
জলে শৈবালের প্রাচীরে
কোথাও নেই তুমি; হতাশ হইনি।

বিশ্বাস ছিলো শত সহস্র কাল
পরেও তুমি আসবে
পায়ে নূপুর, হাতে শিশির মাখা গোলাপ
কপালে আবীর রাঙা টিপ
ঠোঁটের কোণে এক টুকরো চাঁদ
বুকে নিঃস্বার্থ ভালোবাসা।

এসো হে শরতী, এসো।
এই ধূসর অনুর্বর হৃদয় কোপে
প্রাণের সঞ্চার হয়ে এসো
আজীবন ভালোবেসে যাবো।