প্রাক্তন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম ছিলেন সততার বিরল দৃষ্টান্ত

79

বঙ্গবন্ধু সরকারের প্রাক্তন শিল্প ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম এর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে মরহুমের কবরে মিলাদ মাহফিল, দোয়া ও পুষ্পমাল্য প্রদান করা হয়। এ সময় পটিয়া বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত দক্ষিণ জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও সাবেক পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আইযুব বাবুল বলেন, পটিয়ার মানুষের গর্ব অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর মত মানুষ বর্তমান সমাজে বিরল। তিনি ছিলেন সততা ও ন্যায় পরায়নের বিরল দৃষ্টান্ত। তিনি দেশ ও এলাকার জন্য অনেক অবদান রেখেছেন। অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী বঙ্গবন্ধু সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব থাকার পরও নিজের জন্য কিছু করেনি। পরিবারের জায়গা জমি বিক্রি করে তিনি নিজের সংসার চালিয়েছেন। তিনি লোভ লালসার উর্ধে ওঠে কাজ করেছেন। শুধু তা নয় তিনি একজন আদর্শ ও নীতিবান লোক ছিলেন। এই ধরনের ব্যক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। যার কারণে সমাজে এখন নানা অপরাধ সৃষ্টি হচ্ছে। তাঁকে অনুস্মরণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী, সামশুল আলম বিকম, আমির হোসেন ব্যাংকার, প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র ডাঃ মঈনুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা জহরুল হক চৌধুরী, সমাজকমী আমিনুর রহমান খান, মুজিবুর রহমান চৌধুরী, নুরুল আলম ফকির, নুরুল ইসলাম মল, কামরুল হাসান বাবু, ছৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন বাহাদুর, মো. ইসলাইল, মির্জা সিরাজুল ইসলাম, আবুল কাশেম, অঞ্জন দেব, মোহাম্মদ মিয়া চৌধুরী, আবদুল মান্নান।