প্রাক্তন জাসদ নেতাদের স্মরণসভা

6

 

গত ১৭ সেপ্টেম্বর বিকালে চকবাজারস্থ কার্যালয়ে সদ্যপ্রয়াত প্রাক্তন জাসদ নেতা এডভোকেট আবদুস সোবহান, প্রাক্তন জাসদ নেতা চাকসুর এককালীন জিএস গোলাম জিলানী চৌধুরী, প্রাক্তন জাসদ-ছাত্রলীগ নেতা ওমর সাফায়াত কাওসার, প্রাক্তন জাসদ ছাত্রলীগ নেতা শাহ আলম বাবুল স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রাক্তন জাসদ নেতা স ম নজরুলের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবের আহমদ আসগরী, ডা. মাহফুজুর রহমান, আজম সাদেক, দিলীপ কান্তি দাস, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সুযশময় চৌধুরী, ডা. শাহ আলম ভুইয়া, তৈয়বুর রহমান, ডা. জবিউল হোসেন, সোলায়মান খান, সফিউল আলম খোকন, মশিউর রহমান খান, নুরুল ইসলাম খান, মোস্তফা কামাল, সোহরাব হোসেন, নুরুল আরশাদ চৌধুরী, গোলাম মোহাম্মদ রাজুপ্রমুখ। সভায় আলোচকরা মরহুম নেতাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাদের শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন এড. আবদুস সোবহান হাটহাজারী নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তৎকালীন সরকারের ভয়ভীতি উপেক্ষা করে তিনি রাজনীতি করে গেছেন। ওমর সাফায়াত কাওসার পাহাড়তলী ছাত্রলীগ নেতা হিসেবে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে টাইগারপাসে শক্তিশালী ব্যারিকেড সৃষ্টি করেছিলেন যার সম্মুখে পড়ে তৎকালীন মেজর জিয়া আর এগোতে পারেননি। তিনি সে ব্যারিকেড যদি না দিতেন তবে ইতিহাস ভিন্ন হতো। এরপর তিনি নেভীর গুলিতে আহত হয়েছিলেন। গোলাম জিলানী ছিলেন চাকসুর এককালীন জিএস। তিনি জেএসডি’ স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শাহ আলম বাবু নাজিরহাট কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। বিজ্ঞপ্তি