প্রাক্তন কৃষক

27

আমার বর্ণমালা মিছিলে গেলে
হয় যায় কৃষ্ণচূড়া
যেন তালপাতার পৃষ্ঠায়
জড়িয়ে রেখেছে প্রিয় দুঃখগুলো
ফাগুনের পথে ঝরাপাতার রাস্তায়
হেঁটে যায় মার্চের দুপুর
অচেনা মোহনচূড়া পাখির ডাকে
জাড়ো হয়
আলপথের বুনো লতা
বাঁশের কঞ্চির ডাগায় পাখামেলা
বর্ণমালার গল্প বলে
শহুরে সূর্যমুখী ঘরে
হারিয়ে যাওয়া প্রাক্তন কৃষক।