প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

77

‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’ নগরীর বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বর্ষাচীবর দান, বৃক্ষরোপণ কর্মসূচি, কঠিনচীবর দান উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অধ্যাপক উপানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। নবপন্ডিত বিহারের অন্তেবাসী রতনানন্দ ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই বাংলাদেশের সদস্য লায়ন ডা. মৃদুল কান্তি চৌধুরী, প্রধান জ্ঞাতি ছিলেন প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন অ্যাড. পিযুষ কান্তি বড়ুয়া, প্রকৌশলী নিরোদ বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রামের সহ-সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, প্রকৌশলী বিজয় বড়ুয়া, ডা. খে খি নো চ চূ ডা. স্যান স্যান। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকপ্রিয় থেরো, শ্রদ্ধানন্দ থের, শাক্যশ্রী থেরো, বুদ্ধকীর্তি ভিক্ষু, সাংবাদিক সুপলাল বড়ুয়া, অধ্যক্ষ অর্পন বড়ুয়া, ত্রিরউত্ন সংঘের কমল বড়ুয়া, শিক্ষক তপন বড়ুয়া, সুষেন বড়ুয়া ছোটন প্রমুখ। উপস্থিত ছিলেন ধনঞ্জয় বড়ুয়া, কমল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, মঞ্জু বড়ুয়া। বৃক্ষরোপণ শেষে ২৩ অক্টোবর কঠিনচীবর দান ২০২০ এর উদ্যাপন পরিষদ বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি