প্রাইজমানি বাড়ছে নারী ক্রিকেটে

33

আয়ের দিক দিয়ে পুরুষ ক্রিকেটারদের চেয়ে অনেক পিছিয়ে নারী ক্রিকেটাররা। তবে এবার সেই বৈষম্য কিছুটা হলেও কমতে যাচ্ছে। নারী টুর্নামেন্টগুলোতে প্রাইজমানি অতিরিক্ত ২.৬ মার্কিন ডলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার। ৫ লাখ মার্কিন ডলার পাবে রানার্স-আপ দল। যা কিনা ২০১৮ সালের সংস্করণের চেয়ে পাঁচগুণ। ২০২০ সালের জন্য সামগ্রিক প্রাইজমানি ৩২০ শতাংশে উন্নীত করা হচ্ছে। সোমবার আইসিসি ঘোষণা দেয়, ২০২১ নারী বিশ্বকাপের জন্য প্রাইজমানি ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানো হবে। ২০১৭ সালে যেখানে প্রাইজমানি ছিল ২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও আইসিসি বৈঠকে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারেও নিশ্চিত করেছে। এই টুর্নামেন্টের প্রথম আসরটি হবে ২০২১ সালে, বাংলাদেশে। প্রতি দুই বছর অন্তর অন্তর টুর্নামেন্টটি আয়োজিত হবে।