প্রস্তুত হচ্ছে রেলওয়ে হাসপাতাল

25

৫০ শয্যাবিশিষ্ট সিআরবির রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত করা হচ্ছে। হাসপাতালটিতে ১০০ বেডে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবিরের সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসান শাহরিয়ার কবির বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে ৪০০ বেড বাড়ানো হচ্ছে। এরমধ্যে ১০০ বেড হলি ক্রিসেন্ট হাসপাতালে,১০০ বেড চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১০০ বেড চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে এবং ১০০ বেড সিটি করপোরেশন হাসপাতালে বাড়ানো হবে। খবর বাংলানিউজের
কয়েকদিনের মধ্যে এসব হাসপাতালে রোগী ভর্তি করা হবে। আশা করছি এ চারটি হাসপাতালে রোগী ভর্তি করা সম্ভব হলে চাপ কিছুটা কমবে।
পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বলেন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ১০০ বেডে করোনা রোগীর চিকিৎসা হবে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি।