প্রশাসন সরকারের সফলতা জনগণের মাঝে তুলে ধরতে পারে: দীপংকর তালুকদার

11

রাঙ্গুনিয়া প্রতিনিধি

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অনেক সফলতা জনগণের মাঝে তুলে ধরতে পারে। সরকারের উন্নয়ন কর্মকাÐগুলো তাদের নেতৃত্বে বাস্তবায়ন হয়। কেন্দ্রিয় সরকারের প্রতিনিধি হয়ে তারা জনগণকে সেবাগুলো দিয়ে থাকে। তারা জনগণের একেবারে কাছে গিয়ে মনুষের দুঃখ দুর্দশা দেখতে পায়। আবার সেগুলি নিরসনের জন্য কাজ করে থাকে। এসব কাজ করতে গিয়ে মানুষকে আপন করে নিতে গিয়ে নিজেও সে এলাকার আপনজনে পরিণত হয়।
মুনতাসির জাহান কাপ্তাই উপজেলাকে সর্বদিক দিয়ে একটি দেশের মধ্যে অল্প সময়ে নান্দনিক মডেল উপজেলায় পরিণত করেছে। আমরা চায় একদিন মাঠ প্রশাসনের আরো বড় কর্মকর্তা হয়ে জনগণের কল্যাণে কাজ করবেন।
বুধবার (১ ফেব্রæয়ারি) কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত বিদায় উদযাপন পরিষদ” এই বিদায় সংবর্ধনার আয়োজন করে। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ইউপি চেয়ারম্যানদেও মধ্যে প্রকৌশলী আব্দুল লতিফ, চিরঞ্জিত তনচংগা, কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, আমীনুর রশীদ কাদেরী, এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজেরী, নিপু চন্দ্র দাশ, কাপ্তাই হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, জয়সীম বড়ুয়া, আমির হোসেন, দীপক কান্তি ভট্টাচার্য্য, একরামুল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।