প্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ঘটছে না

18

 

মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে গত ১৪ জানুয়ারি শুক্রবার চতুর্দশ শিশু-কিশোর সমাবেশ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী একাডেমির সচিব অধ্যাপক জহুর উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে অতিথি ও আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি বন গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাদা সৈয়দ আহমদ মুনতাজির জিয়া, মাইজভান্ডারী একাডেমি’র সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও রসায়ন বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) পরিচালনা পর্ষদ এর সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, নোয়াখালী অতিরিক্ত জেলা দায়রা জজ সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন রায়হান, ওয়ার্ড কাউন্সিলর আবদুছ সালাম মাসুম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, প্রমুখ।
ড. জসিম উদ্দিন বলেন, আজ শিক্ষার্থীরা অবক্ষয়ে ধুঁকছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবিত বিকাশ হলেও শিক্ষার্থীদের নৈতিকতার বিকাশ ঘটছে না। বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশ নেন। ক্বিরাত, হামদ-না’ত, দেশাত্মবোধক গান, মাইজভান্ডারী সঙ্গীত, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা (উন্মুক্ত) এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে জিমনেসিয়াম হল মাঠে দেলা-ময়না বিজ্ঞান মেলা, ফায়ার সার্ভিস, ভ্রাম্যমাণ লাইব্রেরি, স্কাউট, রেড ক্রিসেন্ট স্টল, বিডি ক্লিন, ট্রাফিক সচেতনতা, বৃক্ষ পরিচিতি ও সততা স্টোর নামে বিভিন্ন স্টল বসে।