প্রবীণরা সমাজের বোঝা নয় বরং পথপ্রদর্শক

11

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে গতকাল বিশ্ব প্রবীণ দিবস উদ্যাপন করা হয়। ক্লাবের সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী মো. সালাউদ্দিন এর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী। বক্তব্য দেন ক্লাবের আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ক্লাব পরিচালক তাসিন চৌধুরী, ফিলিপ গোমস, সৈয়দা সেলিনা সরোয়ার। সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয় বরং পথপ্রদর্শক। প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের অধিকারের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। প্রধান অতিথি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর মানবিক কাজের প্রশংসা করেন। ক্লাবের পক্ষ থেকে প্রবীণদের জন্য মেডিকেল ইকুইপমেন্ট ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি