প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের বিদায় সংবর্ধনা

29

 

চল্লিশ বছরের প্রবাস জীবনের ইতি টেনে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরু স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে “প্রজন্ম বঙ্গবন্ধু” সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা গত ২ আগস্ট আবুধাবিস্থ সেন্ট মেরিস হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন আবুধাবী জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক, প্রজন্ম বঙ্গবন্ধুর উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্যবসায়ী নাজিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরাত হোসেন ইমু, আবুধাবী বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ রুহুল আমিন, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাদের ইফতি, আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু আকতার, বৃহত্তর যশোর সমিতি আবুধাবীর সভাপতি আবদুর সামাত, আবুধাবী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, আবুধাবী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আবুধাবী আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল কবির রবিন, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার হোসেন বাবুল বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই প্রবাসের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত বীর মুক্তিযোদ্ধাদের একত্রিত করা ও তাদের নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান। সংবর্ধিত অতিথি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরু বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ করেছি। দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে জন্মভূমিকে শত্রæমুক্ত করেছি। এই প্রবাস জীবনে প্রজন্ম বঙ্গবন্ধুর নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন। তাদের ধন্যবাদ জানাই। প্রজন্ম বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাবেদ মিয়া জয়, এরশাদুল ইসলাম এরশাদ, নাছির উদ্দিন, নাজিম উদ্দিন, জাকির হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি