প্রবাসী ফুটবলার খুঁজে পাচ্ছে না বাফুফে

44

জাতীয় দলের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খুঁজছেন জেমি ডে। কয়েকজনের খোঁজও পেয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ। তাদের মধ্যে অন্যতম হামজা দেওয়ান চৌধুরী। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লিস্টার সিটির এই মিডফিল্ডারকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
ইংল্যান্ডের লাফবরোতে জন্ম নেয়া হামজা চৌধুরীর মা বাংলাদেশি আর বাবা গ্রানাডার। তাকে দলে নিতে লিস্টারের সঙ্গে যোগাযোগ করেছিলেন জেমি। কিন্তু লাভ হয়নি।
জাতীয় দলের কোচ বলেছেন, হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছে। তাই সে হয়তো ইংল্যান্ড দলের হয়ে খেলতে আগ্রহী। আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করলেও সফল হননি জেমি ডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আমরা একাধিক খেলোয়াড়ের ভিডিও দেখেছি। তবে জাতীয় দলে খেলার মতো মানসম্মত খেলোয়াড় পাওয়া যায়নি।’