প্রবাসীরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে অবদান রাখছে

46

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রশংসনীয় অবদান রাখছে। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রা তহবিল শক্তিশালী করার পাশাপাশি প্রবাসে তাদের কর্মদক্ষতা দেশের সম্মান বয়ে আনছে। তিনি ১৫ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা দুবাই ও উত্তর আমিরাত আওয়ামী লীগ শাখার দেয়া দক্ষিণ চট্টগ্রামে আটটি উপজেলায় সাউন্ড সিস্টেম বিতরণ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণী সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান সিবলী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চেয়ারম্যান, দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে শৈবাল বড়–য়া, সাধারণ সম্পাদক হামিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নবীদুর রহমান মুন্না, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল হামিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হক আবছার, যুব ও ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান, সিনিয়র সদস্য নুরুল আবছার, আবুল হোসেন, মো. হাসান, মোহাম্মদ নুর, মোহাম্মদ নাসু, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, দক্ষিণ জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু প্রমুখ। বিজ্ঞপ্তি