প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতির গতি সচল রেখেছে

28

প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থা’র উদ্যোগে সংস্থার আজীবন সদস্য আলহাজ্ব মোহাম্মদ বাদশা মিয়া (বাচা মিয়া) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বৈদেশিক মুদ্রা প্রেরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সিআইপি পদক প্রাপ্ত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় নগরীর একটি হোটেলে সংগঠনের সভাপতি লায়ন আলহাজ্ব আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী শাখা’র সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার উপদেষ্টা হাজী আছহাব মিয়া, আলহাজ্ব আবদুল মান্নান, দৈনিক সমকালের ডি.জি.এম সুজিত কুমার দাস, মোজাহেরুল ইসলাম, আলহাজ্ব ছোলাইমান, বোরহান উদ্দিন। মওলানা মাহমুদ উল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল হুদা, সাধারণ সম্পাদক লায়ন এম. শফিউল আলম, বখতিয়ার চৌধুরী, আবদুল হামিদ, জাহাঙ্গীর সেলিম, মোহাম্মদ মোরশেদুল আলম, মোঃ মঈনুল আলম চৌধুরী (মনির), মোহাম্মদ সালাহউদ্দিন, লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রবাসীদের জন্য কোটা প্রথা চালু করা এখন সময়ের দাবী। সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মনের মানুষ হলেই সমাজে ভালো কাজ করা সম্ভব হবে। দেশের অর্থনৈতিক গতি সচল রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সেই রেমিটেন্স যোদ্ধাদের বর্তমান সরকার সর্বাত্মক সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। বিজ্ঞপ্তি