প্রবাসীদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

76

আতঙ্কে রয়েছেন বিদেশে অবস্থানরত প্রবাসীর পরবার। প্রবাসে থাকাদের মধ্যে কে কখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন- এ নিয়েই আতঙ্ক। প্রবাসীদের পরিবারের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে।
সরকারি এক পরিসংখ্যানে জানা যায়, বিশ্বের ১৮২টি দেশে বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনসহ কয়েকটি দেশে ৩০ লাখের বেশি প্রবাসী রয়েছেন। এছাড়া আমেরিকা, ইউরোপ, স্পেনেও হাজার হাজার বাংলাদশি রয়েছেন।
বিশ্বের ২০৪টি দেশে বর্তমানে করোনা ভাইরাস আক্রমণ করেছে। আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে প্রায় ১০০ জন বাংলাদশি করোনায় মারা গেছেন। এরমধ্যে আমেরিকা, ইতালী, স্পেন, ওমান, কাতার ও আমিরাতসহ আরও কয়েকটি দেশে মারা গেছেন বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা মৃত্যুর এ সংখ্যা সমর্থনযোগ্য নয় বলে জানান। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় প্রবাসীদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। বিদেশে লক ডাউন, কারফিউর মধ্যে আটকা পড়েছেন প্রবাসীরা। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা প্রতিনিয়ত খবর নেয়ার চেষ্টা করছেন। মোবাইলে টাকা ভরতে না পারায় অনেক পরিবার খবরও নিতে পারছেন না। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতেও পারছেন না।
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার জানান, প্রবাসীদের স্বজনরা দেশে খুবই দুশ্চিন্তায় রয়েছেন। আমাদের কাছে দেশ থেকে অনেকে ফোন করে প্রবাসীদের খোঁজ নিচ্ছেন। ছেলে, ভাই, স্বামীর খোঁজ-খবর নিচ্ছেন। আমরা যতদুর পারি খবর নিতে চেষ্টা করছি।
তিনি বলেন, আতঙ্কে থাকা স্বাভাবিক। যেভাবে করোনা রোগী বাড়ছে তাতে সকলে আতঙ্কিত।
নগরীর হেম সেন লেনের বাসিন্দা মনিলাল সোম বলেন, আমার ছেলে ওমানে থাকে, আমরা ভয়ে আছি। মাঝে নাঝে ফোন বন্ধ পেলে ভয় আরো বেড়ে যায়।
ওমান প্রবাসী ফটিকছড়ির বিমল দেব বলেন, দেশ থেকে ছেলেরা দিনে ৩/৪ বার ফোন করে। তারা যেমন আতঙ্কে, আমরাও তাদের জন্য ভয়ে আছি।
মধ্যপ্রাচ্য প্রবাসী অনেক শ্রমিক খাদ্যের অভাবে মানবেতর দিন যাপন করছেন। তাদের জমা খাদ্য পণ্য নেই, তবে কিছু সংগঠন তাদের সহায়তা করে যাচ্ছে।
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের নাসির তালুকদার বলেন, আমরা প্রবাসীদের নানা ধরনের ভোগ্যপণ্য ও খাদ্য দিচ্ছি। কারো প্রয়োজন হলে আমাদের জানাতে অনুরোধ করেছি। পরিচয় গোপন রেখে সহায়তা দেয়া হবে।
আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, আমরা যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করছি।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেছেন, কিছু প্রবসীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।