প্রবাসীদের দুঃখ বুঝার কেউ নেই!

14

 

 

যে প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্সকে নিজেদের সাফল্য বলে গর্ব করেন, যাদের পাঠানো অর্থে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে, সেই প্রবাসীদের এমন কঠিন মুহূর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কি ভুমিকা পালন করেছে?
বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জন্যে, তাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও কর্মসংস্থানের পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয়গুলো যেখানে, তাদের বিদেশে ফেরত পাঠানোর যাবতীয় বন্দোবস্ত দ্রæততর করার দরকার, উল্টো সেখানে প্রবাসীদেরকেই নানান দাবি পূরণে রাস্তায় নামতে হচ্ছে। দুঃখজনক হলেও বলতে হয় যে, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমানে গিয়ে লাগেজ ভর্তি করা বা ফাইভ স্টার হোটেল গুলোতে গণসম্বর্ধনা নেয়া মাননীয় মন্ত্রী, সাংসদ, আমলা আর নেতাদেরকেও প্রবাসীদের পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, ভালবাসা ও পরিশ্রমের সকল অর্জনকে হেলায় নষ্ট করে দেয়ার যে অশুভ পাঁয়তারা চলছে, তা মোটেও আমাদের চোখ এড়িয়ে যাচ্ছেনা।