প্রবাল চৌধুরী ও আইয়ুব বাচ্চু স্মরণীয় হয়ে থাকবেন

97

বিনোদনের রঙ পরিবারের উদ্যোগে স্বাধীন বাংলা বেতার কেন্দের শিল্পী প্রবাল চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী ও ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর ১ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক স্মরণ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান পত্রিকার প্রধান সম্পাদক আলী আহমদ শাহীনের সভাপতিত্বে গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিত পরিচালক এস.এম.আবুল হোসেন। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার ডাঃ গোলাম মোস্তাফা, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাইফুদ্দীন মাহমুদ খান, সঙ্গীত পরিচালক জেকব ডায়েস। বিনোদনের রঙ পরিবারের সম্পাদক নাসির হোসাইন জীবনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সুরকার ও গীতিকার ইকবাল মাহমুদ খান, বিনোদনের রঙ এর প্রধান উপদেষ্ঠা লায়ন এম.এ.মুছা বাবলু, লেখক নাজিম উদ্দীন এ্যানেল, সঙ্গীতশিল্পী শাহরিয়ার খালেদ, গীতিকার ফারুক হাসান, সঙ্গীতশিল্পী তাপস চৌধুরী। উপস্থিত ছিলেন এহসানুল করিম, সুজিত চৌধুরী মিন্টু, ওসমান জাহাঙ্গীর, মোঃ আওরঙ্গজেব মান সম্রাট, আবদুল্লাহ মজুমদার, তাপস আচার্য্য, জগলুল পাশা, দিদারুল ইসলাম, মোঃ ওবায়দুল্লাহ, স.ম.জিয়াউর রহমান, আলমগীর হোসেন, সানজিদা নাছমিন, রিমন মুহুরী, ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, রতন ঘোষ, তাপস আচার্য্য, নিহা,নুরুল হুদা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন সাইফুদ্দীন মাহমুদ খান, শাহরিয়ার খালেদ, ফরিদ বঙ্গবাসী, তাপস চৌধুরী, ইকবাল মাহমুদ, দিদারুল ইসলাম, মেহেদী হাসান, নাসির হোসাইন জীবন, নারায়ন দাশ, সানজিদা ও মৌ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রয়াত ২ শিল্পী প্রবাল চৌধুরী ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সভার শুরুতে প্রয়াত দুই গুণী সঙ্গীতশিল্পীর প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি