প্রবর্তক সংঘের সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা

12

নিজস্ব প্রতিবেদক

নগরীর প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ইসকনের সদস্য রুবেল ধর।
অ্যাডভোকেট রুবেল কুমার দেব অপু বলেন, ইসকন একটি ধর্মীয় সংগঠন। ধর্ম প্রচারের পাশাপাশি ইসকন ফুড ফর লাইফ, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শাস্ত্রের জ্ঞান প্রচারসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু গত ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ইসকনকে একটি জঙ্গি সংগঠন বলে উল্লেখ করেন। ইসকনের সদস্য রাউজানের বাসিন্দা রুবেল ধর বাদী হয়ে আদালত দন্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সমন ইস্যু করেছেন।