প্রফেসর শায়েস্তা খানের পাশে চসিক মেয়র

17

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বুধবার সকালে ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতের আলোকিত ব্যক্তিত্ব বার্ধক্যজনিত কারণে অসুস্থ শায়েস্তা খানকে তাঁর রহমতগঞ্জস্থ বাসভবনে দেখতে যান। এ সময় মেয়রের সাথে কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন। মেয়র তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নিয়ে বলেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনার পাশে থাকবো এবং আপনার রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে যে অবদানগুলো আছে তা স্মরণে রাখব। ষাটের দশকে আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্র সমাজ যে আন্দোলন সংগ্রাম করেছে তা জাতির কাছে চিরদিন অম্লান হয়ে থাকবে। আপনাদের সে আদর্শকে আজকের ছাত্র সমাজ অনুসরণ করলে বঙ্গবন্ধুর কাক্সিক্ষত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। মেয়র তাঁর সুস্থতা কামনা করেন।
এ সময় শায়েস্তা খান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দিয়ে যে মূল্যায়ন করেছেন এবং নগরবাসীর ভোটে মেয়রের দায়িত্ব পালনের যে সুযোগ পেয়েছেন তা যথাযথভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি