প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উদ্যাপন

21

হাটহাজারী উপজেলা ছাত্রলীগ : বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্র নায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উদযাপন করেছে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা। গত বুধবার ২৮ সেপ্টেম্বর বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্তরে কেক কেটে জন্মদিনের কর্মসূচির কার্যক্রম শুরু করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেলের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান, উপ-আইন বিষয়ক সম্পাদক এস এম খাওয়াত হোসেন চৌধুরী সাজিদ, সহ-সম্পাদক মঈন উদ্দিন সম্রাট, আদিব ইসলাম মুন্না ও সদস্য মোহাম্মদ জাহেদ। এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান সুমন, মো. সালাউদ্দিন, ইয়াসির আরাফাত, বিএম নুর উদ্দিন, মো. শাওন, বিনয় কুমার সাহা, খোরশেদুল আলম সাহেদ, ইরফান বিন সিরাজ, নুরুল আজিম, সাব্বির হোসাইন, সাগর, রাব্বি, নিরব, শামীম, জিসান ইসলাম আদিল, সজিব, সাকিব, তুষার, আরিফ ইসান, হাসান, বাপ্পি, সাকিব সুলতান, রবিউল হোসেন সাইমন ও শাখাওয়াত উল্লাহ প্রমুখ।
হাটহাজারীতে কৃষক লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলমের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে হাটহাজারী উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহ-সভাপতি ডা. ওমর ফারুক, আলী চৌধুরী, সুলতানুল আলম, জেলা যুবলীগ নেতা শহিদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, মো. হাসেম, আইয়ুব খান লিটন, রাশেদুল ইসলাম, শাহজালাল জনি, আরিফুল রহমান রাসেল, অ্যাডভোকেট আজাহার, মো. হেলাল, দিদারুল আলম ও মো. শফি প্রমুখ।

পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান : ‘শিশুদের জন্য ভালোবাসা’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে। মীরধারপাড়া জামে মসজিদে শিশুদের নিয়ে দোয়া মাহফিল, খতমে কোরআন, কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধভার পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গসংগঠন ও ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় দিনব্যাপী চলে নানা কর্মসূচি। এসব অনুষ্ঠানে লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন জননেত্রী শেখ হাসিনার কারনে দেশ এখন বিশ্বে মডেল। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন অতিদ্রুত সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। এতে আগমিতেও এই ধারাবাহিকতার জন্য রাউজানবাসি এবিএম ফজলে করিম চৌধুরীর মাধ্যমে প্রধান্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মেম্বার, ডা. শাহাদাত হোসেন, আলম মেম্বার, মাওলানা মো. আলী, মাওলানা হাসেম হুজুর, হাফেজ সোলেমান, মাওলানা শওকত, মাওলানা গোলাম কিবরিয়া, সমাজ সেবক আলী আকবর, যুবলীগ নেতা আকবর আলী জয়, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন তৌহিদ, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ তৃষাদ, ইব্রাহিম, সালাউদ্দিন মানিক, আলী আজগর, নেয়ামত, রিমন, সালাউদ্দিন, মারুফ, নাঈম, আজাদ। পরে জাতিরজনকের পরিবার, সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাউজান সদর ইউনিয়ন : ব্যাপক আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে রাউজান সদর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠন। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালী, খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা সংগঠনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রাউজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, আওয়ামীলীগ নেতা ফজলুল কাদের, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, প্রভাত পাল, মো.সাহাবুদ্দিন, ইসহকা ইসলাম, এম.মাসুদুল আলম, এসএম লিটন, ইউপি সদস্য মো. ফোরকান, মো.শাহাবুদ্দিন, মোজাম্মেল হক খোকন, ফজলুল কাদের, প্রবেশ বড়ুয়া, আবদুল নবী, সাইফুদ্দিন, দীলিপ কুমার দে, লাকী চৌধুরী, রত্না চক্রবর্ত্তী, রেহেনা আক্তার, সঞ্চিত দত্ত, আদুল আলম, প্রভাত পাল কালু, নুর হোসেন দুলাল, তরুন কান্তি বড়ুয়া, আবদুল সালাম, হাজী মো.শফি, সুমন কল্যাণ বড়ুয়া, দিলিপ দে, জামাল উদ্দিন, খোরশেদ, জামাল, ইকবাল হোসেন ইমন, সাইফুদ্দিন, সুমন, জিসানসহ অনেকে।

চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভা আ.লীগের উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে চন্দনাইশ সদরস্থ আমিন উল্লাহ শাহ (রাঃ) মাজার সংলগ্ন এলাকায় চন্দনাইশ পৌরসভা আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, শেখ রাসেলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আ.লীগ নেতা যথাক্রমে মোজাফফর আহমদ, কবির আহমদ, আবদুল অদুদ, প্রদীপ দত্ত, ফারুক আলম মেহেদী, মুক্তিযোদ্ধা আবুল কালাম, শাহী ইমরান রাজু, রাজীব দত্ত, মোস্তাফিজুর রহমান, সেলিম উদ্দিন আসিফ, আবুল হোসেন, ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, পৌরসভা যুবলীগের আহŸায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন, ফোরকান মিন্টু, যুবলীগ নেতা যথাক্রমে সোহেল হোসেন মন্টু, জহির উদ্দিন হিরু, শুভাশ দত্ত, মতিউল ইসলাম প্রমুখ। এইদিকে বিকালে চন্দনাইশ পৌর পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পৌর মেয়র মাহবুবুল আলমের খোকা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র, কাউন্সিলর যথাক্রমে শাহেদুল ইসলাম, মোজাম্মেল হক, লোকমান হাকিম, মহিলা কাউন্সিলর হাসনারা বেগম, পৌরসভা যুবলীগের আহŸায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী, গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক আবিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
যুবলীগ নেতা আমিনুল ইসলাম কাইছার : যুবলীগ নেতা আমিনুল ইসলাম কাইছারের নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৮ সেপ্টেম্বর বিকালে যুবলীগ নেতা আমিনুল ইসলাম কাইছারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জোয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সরোয়ার উদ্দীন মেম্বার, উত্তর জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদ, সহকারি শিক্ষক দিলিপ দেব, উপজেলা যুবলীগ নেতা সালাউদ্দীন পারভেজ, নোটন দেব রায়, রমজান আলী, ছাত্রলীগ নেতা রাসেল, সাকিব প্রমুখ।
এসময় এতিমদের সাথে দুপুরের খাবার গ্রহন ও খাবার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে খাবার, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং উত্তর জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও কেক কেঁটে জন্মদিন উদ্যাপন করা হয়।