প্রধানমন্ত্রী বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন : ধর্ম প্রতিমন্ত্রী

16

রাঙ্গুনিয়া বেতাগী রত্নাংকুর বিহারের অধ্যক্ষ অনাথপিতা জীবনানন্দ মহাথেরর প্লাটিনাম জয়ন্তী ও বিহারের উপাধ্যক্ষ ইদ্দিপঞঞা থেরর মহাথের বরণ উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার শেষ দিনে ৩০ ডিসেম্বর, শুক্রবার উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রত্নাংকুর পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া গৌতম ও সম্পাদক দোলন বড়ুয়ার সঞ্চালনায় আর্শিবাদক ছিলেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের, উদ্বোধক ছিলেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বিদর্শনাচার্য নন্দ বংশ মহাথের, বক্তব্য রাখেন উদযাপনী পরিষদের মহাসচিব বিপ্লব বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাংলাদশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি কমল বরণ বড়ুয়া, বাংলদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক বিপসসী মহাথের, প্রকৗশলী পরিতোষ কুমার বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সাধারণ সম্পাদক চম্পাকলী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মী বড়ুয়া, ববিতা বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা আক্তার হোসেন খান, বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি ও লায়ন মৃদুল চৌধুরী । জয়ন্তী নায়ক অনাথপিতা জীবননান্দ মহাথের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার কনক কান্তি বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রকাশনা উপপরিষদ ও উদযাপনী পরিষদের সার্বিক সহযোগিতায় রত্নাংকুর নামে একটি স্মরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি